কৃষকদের আন্দোলন: ভারতের বিরোধীদলগুলোর ঐক্য, বিপাকে বিজেপি

আপডেট: December 7, 2020 |

নতুন কৃষি আইন নিয়ে চরম আপত্তি ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকদের। এর মধ্যে তারা ভারতের রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়ে ওই আইন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এর মধ্যে আগামীকাল মঙ্গলবার ভারত বন্‌ধ-এর ডাক দিয়েছেন তারা।

আর এই আন্দোলনকে ঘিরে বিজেপির বিরুদ্ধে বিরোধীদলগুলোর অবস্থান এক হয়েছে। এতে বিপাকে পড়েছেন নরেন্দ মোদীর সরকার। আজ অন্তত ১৫টি রাজনৈতিক দল এক সুরে কৃষকদের ৮ ডিসেম্বরের বন্‌ধকে সমর্থন করেছে।

সব মিলিয়ে কার্যত একঘরে বিজেপি। কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার থেকে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে নানা মত থাকলেও কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে ভাবে প্রায় সব বিরোধী দল এক সুরে সরব হয়েছে, তাতে রীতিমতো ব্যাকফুটে নরেন্দ্র মোদী সরকার।

কৃষকদের পক্ষ জানানো হয়েছে, তাঁদের আন্দোলনে সব রাজনৈতিক দলই স্বাগত। কিন্তু সেই সব দলের নেতাদের নিজেদের দলের পতাকা ফেলে কৃষকদের পতাকার তলায় দাঁড়িয়ে আন্দোলনে শামিল হতে হবে।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কোনও ফল না হওয়ায় আগামী ৮ ডিসেম্বর ভারত বন্‌ধের ডাক দিয়েছেন কৃষকেরা। প্রথমে মনে করা হচ্ছিল, ওই বন্‌ধ শুধু পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে প্রভাব ফেলবে। কিন্তু আজ বিজেপি-বিরোধী প্রায় সব দলই একযোগে কৃষকদের সমর্থন করায় কার্যত ওই বন্‌ধের প্রভাব পড়তে চলেছে গোটা দেশেই।

আজ প্রথমে বামদের পাশাপাশি কংগ্রেস, আরজেডি, ডিএমকে, এনসিপি, এসপি-র মতো দলগুলি বন্‌ধের সমর্থনে সরব হয়। পরে আপ, টিআরএস, এমআইএম, কাশ্মীরের দলগুলির গুপকর জোটও ওই বন্‌ধের সমর্থনে এগিয়ে আসে। নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূলও।

আজ বিরোধীদের পক্ষ থেকে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়ে বলা হয়, তারা ৮ ডিসেম্বরের বন্‌ধে সমর্থন জানাচ্ছে। সংসদে আলোচনা, ভোটাভুটি না-করে অগণতান্ত্রিক ভাবে ওই তিনটি কৃষি বিল পাশ হয়েছিল। সেগুলি প্রত্যাহার করতে হবে সরকারকে, কারণ ওই আইনগুলি এ দেশের মানুষের খাদ্যসুরক্ষা কেড়ে নেওয়ার পাশাপাশি কৃষক ও কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। ন্যূনতম সহায়ক মূল্য তুলে দিয়ে মোদী সরকার কৃষি ব্যবস্থাকে দেশীয় পুঁজিপতিদের বন্ধকিতে পরিণত করতে চলেছে বলে বিরোধীদের অভিযোগ।

বিবৃতিতে সই করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁন্ধী, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এসপি নেতা অখিলেশ যাদব প্রমুখ। বিরোধীদের মধ্যে একমাত্র বিএসপি বন্‌ধে সমর্থন জানায়নি। আবার এনডিএ শরিক অসম গণ পরিষদ বন্‌ধে সায় না-দিলেও কৃষকদের উদ্বেগের বিষয়গুলিকে সমর্থন জানিয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর