আলজাজিরার প্রতিবেদন সরিয়ে ফেলার জন্য ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ

আপডেট: February 17, 2021 |

আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটি সরিয়ে ফেলার জন্য ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বুধবার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ নির্দেশ বিটিআরসিকে বাস্তবায়ন করতে বলেছেন।

এর পরিপ্রেক্ষিতেই ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করল বিটিআরসি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, আমরা ফেসবুক ও ইউটিউবের কাছে মেইল পাঠিয়েছি যেন বাংলাদেশকে নিয়ে আলজাজিরার কনটেন্টটি সরিয়ে নেয়। আশা করছি, তারা আদালতের নির্দেশনাকে সম্মান জানাবে। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর