মানবদেহে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবেন পশুচিকিৎসকরা

আপডেট: March 12, 2021 |

টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে এখন থেকে পশু চিকিৎসকরাও মানবদেহে করোনার ভ্যাকসিন প্রয়োগ করবেন বলে জানা গেছে। দেশটির বিভিন্ন স্থানে ডেন্টিস্ট ও পশুচিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে।

শুক্রবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

অন্যদিকে, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে আগামী ১ মে’র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এইদিনে প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে আমেরিকানরা স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, আমরা যদি একসাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর