বৈষম্যের শিকার ইউরোপিয়ান কমিশনের প্রধান, সমালোচিত তুরস্ক

আপডেট: April 27, 2021 |

ইউরোপিয়ান কমিশনের প্রথম নারী প্রধান উরসুলা ভন ডার লেইন। গত ৬ এপ্রিল তুরস্ক সফরে গিয়েছিলেন তিনি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের সময় তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি। তাকে বসতে হয়েছিল এরদোয়ান থেকে দূরে একটি সোফায়। তার চেয়ার না রাখায় সঙ্গে সঙ্গেই বিস্ময় প্রকাশ করেছিলেন উরসুলা।

এরদোয়ানের পাশে একটি চেয়ারই ছিল এবং সেখানে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এ ঘটনায় নিজের ভূমিকার জন্য চার্লস মিশেল ক্ষমা চেয়েছেন।

চেয়ার কেলেঙ্কারির বিষয়ে ইউরোপীয় আইনপ্রণেতাদের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উরসুলা। পাশাপাশি টুইটারে তিনি লিখেছেন, তুরস্কে আমার সফর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নারীর সমঅধিকার নিশ্চিতে আমাদের আরও কতদূর যেতে হবে। আমার এ ঘটনা নিয়ে খবর হয়েছে। কিন্তু এর চেয়ে আরও কত গুরুতর ঘটনা আছে যা নজরের বাইরে রয়ে গেছে। সেসব বৈষম্যের গল্পও আমাদের সামনে আনতে হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর