করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াল গুগল ও মাইক্রোসফট

আপডেট: April 27, 2021 |
print news

করোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার নিয়েছে ভারতে। করোনার সংক্রমণে নাজেহাল সব স্তরের মানুষ। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। ভারতের দুর্যোগময় পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তা দুজনেই ভারতীয় বংশোদ্ভুত। খবর বিবিসির।

চেন্নাইয়ে জন্ম নেওয়া গুগলের সিইও সুন্দর পিচাই টুইটারে ঘোষণা দিয়েছেন, ১৩৫ কোটি রুপি আর্থিক সহযোগিতা দেওয়ার। তিনি বলেছেন, করোনাতে আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনী সরঞ্জাম, কেনার জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুন্দর পিচাই লিখেছেন, ভারতের করোনা পরিস্থিতি দেখে আমি বিধ্বস্ত। চিকিৎসা সামগ্রী এবং ঝুঁকির মধ্যে রয়েছে যে সব মানুষেরা তাদের গিভ ইন্ডিয়া, ইউনিসেফ-এর মাধ্যমে সাহায্য করা হবে। এজন্য গুগুল এবং গুগুল ব্যবহারকারীরা ১৩৫ কোটি রুপির তহবিল গঠন করেছে।

ভারতে নিযুক্ত গুগলের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, করোনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত যে সব পরিবার তাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য যাতে নগদ অর্থ দেওয়া যায় সেজন্য এক দফায় সাহায্য করা হবে ভারতকে। আর দ্বিতীয় দফায় সাহায্যের অর্থ যাবে ইউনিসেফ-এর কাছে। সেই অর্থ জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার সামগ্রীসহ চিকিৎসার অন্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। ভারতের যেখানে এর প্রয়োজন বেশি, সেখানে এই অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে গুগুলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভাবে আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রথমটির মাধ্যে ২০ কোটি রুপি প্রদান করা হবে মহামারির কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের। দ্বিতীয়টি ইউনিসেফের কাছে দেওয়া হবে ভারতের প্রয়োজনীয় অক্সিজেন ও পরীক্ষা সরঞ্জাম ও চিকিৎসার জরুরি সরঞ্জাম সরবরাহের জন্য।

ভারতের করোনা পরিস্থিতি দেখে মর্মাহত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। সোমবার একটি টুইট বার্তায় তিনি বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। আমি কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সব রকম সাহায্যের চেষ্টা করছে বাইডেন প্রশাসন।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহে প্রযুক্তিগত দিক থেকে মাইক্রোসফট ভারতের জন্য সাহায্য চালিয়ে যাচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর