করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেতুমন্ত্রী

আপডেট: April 27, 2021 |
print news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে শেরেবাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ।

তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে। তবে দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর