‘বাধ্যতামূলক’ মাস্ক পরার বিধিনিষেধ তুলে নিচ্ছে স্পেন

আপডেট: June 21, 2021 |
print news

স্পেনে চলতি বছরের ২৬ জুন থেকে বাড়ির বাইরে বের হলে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। সে দেশের প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বলেছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বের হলে আর মাস্ক পরার বাধ্যবাধকতা থাকবে না।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ স্পেনে বিপজ্জনক রূপ নিতেই একাধিক কঠিন সিদ্ধান্ত নেয় সে দেশের প্রশাসন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। প্রত্যেকে যাতে বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরেন, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল।

এর আগে ফ্রান্সে মাস্কের হাত থেকে মুক্তি পেয়েছে জনগণ। এবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ জানিয়েছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বেরোলে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর