কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৩,শনাক্ত ১১৯

আপডেট: June 22, 2021 |
print news

কুষ্টিয়ায় করোনাভাইরাস মৃত্যু ও শনাক্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩২৩ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন।

গতকাল সোমবার (২১ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৯ জন, দৌলতপুরের ১৪ জন, কুমারখালীর ২৫ জন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের ২০ জন ও খোকসার ১২ জন রয়েছে। মৃত তিনজন দৌলতপুর, কুমারখালী ও সদর উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত জেলায় ৫৭ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৫৬ হাজার ৪৩৩ জনের। ৮৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

বর্তমানে কুষ্টিয়ায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৯৫ জন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর