একদিনে জয়পুরহাটে করোনা শনাক্ত ১১১ জন

আপডেট: June 22, 2021 |
print news

সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২১ জুন) রাতে সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ৯৯টি নমুনা পরীক্ষায় ৬১ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ৩১০ জনের এন্টিজেন পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্ত ১১১ জনের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৭৯ জন, পাঁচবিবিতে ৯ জন, ক্ষেতলালে ১৩ জন, আক্কেলপুর উপজেলায় আটজন ও কালাই উপজেলায় দুজন।

জয়পুরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাটে এ পর্যন্ত ২০ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের।

সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ৯৭০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর