উমার জন্য ২ কোটি রুপি নিচ্ছেন কাজল

কাজল আগারওয়াল। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা তিনি। কাজল মানেই বাড়তি পাওয়া। নতুন ছবির জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
বিয়ের পর ‘উমা’ ছবিতে অভিনয়ের ঘোষণা দেন কাজল। ছবিটির জন্য ২ কোটি রুপি নিচ্ছেন তিনি। যা তার অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক।
জানা গেছে, ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হবে। ‘উমা’ ছবিটি নারী কেন্দ্রিক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজল।
পরিচালনা করবেন তথাগত সিংহা। এ বছরের শেষে শুটিং শুরুর কথা রয়েছে। পুরো ছবির শুটিং হবে কলকাতায়।
এ নিয়ে কাজল জানান, এই ছবিটি ম্যারি পপিন ঘরানার। কল্পনার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে।
পরিচালক কী চাইছেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার ভিশনটাই তুলে ধরার চেষ্টা করবো।
দক্ষিণের এই সুপারস্টারের নতুন ছবির নাম ‘আচার্য’। এছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ চলচ্চিত্রে দেখা যাবে নায়িকাকে। আর মুক্তির অপেক্ষায় ‘প্যারিস প্যারিস’ ছবিটি।