প্রিয় ব্যাট ভেঙ্গে যাওয়ায় মন খারাপ সাইফউদ্দিনের

আপডেট: July 1, 2021 |

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম করেছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

২১ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। ব্যাট হাতেও কম যাননি এ অলরাউন্ডার।

দুর্দান্ত ফর্মে থাকা এ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একাদশে।

এর সব সাফল্যের পরও মন খারাপ সাইফউদ্দিনের। কারণ সাকিব আল হাসান থেকে নেওয়া তার প্রিয় ব্যাট ভেঙে গেছে। এর জন্য তিনি দায়ী করেছেন কুরিয়ার সার্ভিসকে।

আগামী ১৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই উপলক্ষ্যে ব্যাট সারাতে ফেনী থেকে কুরিয়ারের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন।

ব্যাটটি আজ ফেরত পাওয়ার পর তা দেখে চোখ কপালে এ অলরাউন্ডারের। সারানোর বদলে উল্টো ব্যাটের কাঁধের অংশ ভাঙা।

সাইফউদ্দিনের অভিযোগ— কুরিয়ার সার্ভিসের অসতর্কতায় তার প্রিয় ব্যাট ভেঙে গেছে। কিন্তু সেই দায় নিতে রাজি নয় অভিযুক্ত কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ভাঙা ব্যাটের ছবি আপলোড করে একটি স্ট্যাটাস দিয়েছেন সাইফউদ্দিন।

তার সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো—

‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে। ব্যাট রিপেয়ারিং করার জন্য দুটা ব্যাট। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের অবস্থা! এর দায় নিতে নারাজ ফেনী এসএ পরিবহন । মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছু দিন আগে ।’

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর