ভাইরাস রোধে সীমান্তে আরো কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া

আপডেট: July 2, 2021 |
print news

অস্ট্রেলিয়া শুক্রবার দেশে প্রবেশের জন্য অনুমতি প্রাপ্ত ভ্রমণকারীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস করার ঘোষণা দিয়েছে। দেশটিতে করোনাভাইরাস ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ায় প্রধান নগরী গুলোতে লকডাউন জারি থাকায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

দেশের জনসংখ্যার অর্ধেক লকডাউনে ঘরে থাকায় প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে বিদেশী ভ্রমণকারীদের আগমণের কোটা প্রায় ৫০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেন।

বর্তমানে “জিরো কোভিড” কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশী বাণিজ্যিক ফ্লাইটে ৬ হাজার লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয় এবং আগমনকারীদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।

মরিসন ইঙ্গিত দিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি এই কোটা কমিয়ে প্রায় ৩ হাজার করা হবে, সরকার একই সাথে প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে।

বারবার লকডাউন, হোটেলে কোয়ারেন্টাইন সুবিধার ঘাটতি এবং ভ্যাকসিন প্রয়োগের ধীর গতির সমালোচনার মধ্যে মরিসন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

গত ১৮ মাসের বেশী সময় মহামারি চলছে, দেশটিতে ৮ শতাংশেরও কম প্রাপ্তবয়ষ্ককে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর