করোনা প্রতিরোধে ঘাটাইলে পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারণা

আপডেট: July 10, 2021 |
print news

করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকার আরোপিত কঠোর বিধি-নিষেধ নিশ্চিত করার লক্ষ্যে মসজিদ ভিত্তিক সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে ঘাটাইল থানার পুলিশ।

গতকাল শুক্রবার জুম্মার নামাযের খুতবার পূর্বে ঢাকা রেঞ্জ পুলিশ এর উদ্ভাবনী উদ্যোগ মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে ঘাটাইল থানা জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকছুদুল আলম।

এছাড়াও উক্ত কর্মসূচির অংশ হিসাবে উপজেলা মাকরাই জামে মসজিদ, ধলাপাড়া বাজার জামে মসজিদ ও সাগরদিঘী কেন্দ্রীয় জামে মসজিদে ঘাটাইল থানায় কর্মরত অফিসারগণ করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।

তারা উপস্থিত মুসুল্লিদের সরকার ঘোষিত মাস্কপড়াসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এই প্রচার অভিয়ান চলমান থাকবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর