কারারক্ষীদের মরিচ গুঁড়া ছিটিয়ে পালিয়েছে ৭ বন্দি

আপডেট: July 13, 2021 |
print news

কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে আহত করে ভারতের একটি কারাগার থেকে পালিয়ে গেছে সাত বন্দি। রবিবার ভারতের অরুণাচল রাজ্যের পূর্বাঞ্চলীয় সিয়াং জেলার কারাগার থেকে পালিয়ে যায় বিচারাধীন থাকা ওই বন্দিরা। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দিরা পালিয়ে যায়। রাতের খাবারের জন্য বন্দিদের ঘরের দরজা খোলার পর এক ঘরে থাকা ওই সাত বন্দি রক্ষীদের ওপর হামলা চালায়।

এই ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ রক্ষী। এর মধ্যে একজনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে তাকে কারাগারের তালা দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক সুকু আপা জানিয়েছেন বন্দিরা ওই রক্ষীর মোবাইলও নিয়ে গেছে।

পালিয়ে যাওয়া সাত বন্দিকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি রিজার্ভ ব্যাটেলিয়নও এ অভিযানে যোগ দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য থেকে বের হওয়ার সম্ভাব্য সব রাস্তা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর