বিশ্বকাপ দাবায় জয় পেলেন নিয়াজ মোর্শেদ

আপডেট: July 14, 2021 |

রাশিয়ার সোচিতে চলমান বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডের প্রথম লেগে ভালো করতে পারেনি দেশের তিন দাবাড়ু। হার দেখেছেন। তবে প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়েছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। জিতেছেন প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার ডপলগাডো রামিরেজের বিপক্ষে। তবে দেশের অন্য দুই দাবাড়ু দ্বিতীয় পর্বেও হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন।

মঙ্গলবার রাতে ২৪০৪ রেটিংধারী বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ প্যারাগুয়ের ২৬২২ রেটিংধারী গ্র্যান্ড মাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজকে হারান। এখন এই দুই দাবাড়ুর পয়েন্ট সমান। দ্বিতীয় রাউন্ডে কে খেলবেন এটি নির্ধারিত হবে আগামীকাল বুধবার। র‌্যাপিড পদ্ধতিতে ২৫ মিনিট করে দুইটি গেম হবে।

যদি এতেও পয়েন্ট সমান হয় তাহলে ব্লিটজ পদ্ধতি অর্থাৎ পাঁচ মিনিটের গেম হবে। দেড় পয়েন্ট যে পাবে সেই দ্বিতীয় রাউন্ডে খেলবে।

এদিকে একই দিনে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ২৬১৪ রেটিংধারী ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ারের কাছে আবারও হেরেছেন।

অন্য দিকে মেয়েদের বিশ্বকাপে প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন আমেরিকার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার ২৪৩০ রেটিংধারী ইয়েপ ক্যারিসসারের কাছে হেরে যান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর