করোনায় আক্রান্ত আফ্রিকায় ৬০ লাখেরও বেশি লোক

আপডেট: July 14, 2021 |
print news

আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনার প্রাদুর্ভাবের পর আফ্রিকার ৫৪টি দেশে এ পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিদিন ৪১ হাজার ৪শ লোক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সংখ্যা এখন ১৩ শতাংশ বেশি। মে মাসের মাঝামাঝি থেকে আফ্রিকায় সংক্রমণ উর্ধ্বমুখী রয়েছে।

লিবিয়ায় সবচেয়ে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে একদিনে নতুন করে এক হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা আগের চেয়ে ২৬০ শতাংশ বেশি। এরপরের অবস্থানে রয়েছে মোজাম্বিক।

দেশটিতে নতুন করে গড়ে এক হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বৃদ্ধির হার ৭৭ শতাংশ।
মরক্কোয় নতুন আক্রান্ত হয়েছে এক হাজার ১৯০ জন এবং আক্রান্ত বেড়েছে ৭০ শতাংশ।

এদিকে দৈনিক নতুন শনাক্ত সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়, যা ৪৫ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লাখ ১৯ হাজার ৩১৬। তবে সাম্প্রতিককালে দেশটিতে সংক্রমণ হার কমতির দিকে। দিনে গড়ে ১৮ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর