মালদ্বীপ সফরে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস

আপডেট: August 19, 2021 |
print news

এএফসি কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ সফরে গিয়ে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে কিংস। মাজিয়া অধিনায়ক মোহামেদ ইরুফানের আত্মঘাতী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রবিনিয়ো।

খেলার ২৫ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স নিজেদের অর্ধ থেকে শাফিইয়ের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ছুটেছিলেন রাউল অস্কার বেসেরা। এই চিলিয়ান ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগে মাজিয়ার মোহামেদ ইরুফান বিপদমুক্ত করতে শট নেন; কিন্তু বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়িয়ে যায় জালে।

৩৮তম মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে কিংস। মাজিয়া অধিনায়ক ইরুফানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো।

৫০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত কিংস। কিন্তু বাঁ দিক থেকে রবিনিয়োর ক্রসে গতি ছিল বেশি। বেসেরা ছুটে গেলেও নাগাল পাননি বলের।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে কিংস। ৃ

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর