আবারও সিঁদুর মাথায় নুসরাত, সঙ্গে ছিলেন যশ

আপডেট: September 18, 2021 |
print news

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সদ্য পুত্র সন্তানের জননী হয়েছেন এই অভিনেত্রী। নুসরাত- যশ দাশগুপ্তকে নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিতর্ককে পাত্তা দেন নি তারা। এবারের বিশ্বকর্মা পুজোয় একসঙ্গে উপস্থিত হলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। শুক্রবার তারা একসঙ্গে পুজো কাটালেন এনা আয়োজিত অনুষ্ঠানে। দুই তারকার ছবি এখন প্রকাশ্যে।

হালকা গোলাপি রঙের কুর্তা পরেছেন নুসরাত। হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। পরিপাটি করে আঁচড়ানো চুল, মাঝে সিঁথিতে স্পষ্ট সিঁদুর।

নুসরাত এবং সিঁদুর, এই দুই বিষয়ের যোগসূত্র অনেক দিনের। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর মিমি চক্রবর্তী এবং নুসরাত সংসদে গিয়েছিলেন। ইসলাম ধর্মাবলম্বী হয়ে সিঁদুর পরার জন্য তাকে কটাক্ষের শিকার হতে হয়। তার পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশ এবং নুসরাতকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায়। তখনও নুসরাত সিঁদুর, শাখা-পলা পরেছিলেন। এ বারও সদ্য মা হওয়া নুসরাত জোর বিতর্কেত মাঝে সিঁদুর পরে দেখা দিলেন। সঙ্গে তার সন্তানের বাবা যশ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর