সৌদিকে বিপুল অঙ্কের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট: September 18, 2021 |
print news

সৌদি আরবকে ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে এ ব্যাপারে অনুমোদন দিয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে সৌদি আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটি চুক্তির আওতায়।

জানা গেছে, সিএই-৪৭ডি চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে তার মধ্যে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকা এর আগে প্রশ্নের মুখে পড়ায় সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ওয়াশিংটন। এরই মধ্যে আবারও সৌদিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।

অব্যম ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় ইউরোপের বেশ কিছু দেশ রিয়াদে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। এবার সেই বাধা কাটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ব্রুকিংস।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর