নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো আর্সেনাল

আপডেট: September 27, 2021 |
print news

ইংলিশ লিগে হাইভোল্টেজ নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে গানাররা। এই নিয়ে চলতি মৌসুমে প্রথম কোন লিগ ম্যাচে একের অধিক গোল করলো আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা ছিল টটেনহ্যামের সাফল্যে, আর্সেনালের ব্যর্থতায়। মাত্র ছয় ম্যাচ না জেতেই উল্টে গেলো দৃশ্যপট। টানা তিন ম্যাচ জিতে প্রশংসায় ভাসছেন গানার বস মিকেল আর্তেতা। শেষ চার ম্যাচে তিন হার এক ড্রয়ে প্রশ্নের মুখে স্পার্স কোচ নুনো এসপিরিতো সান্তো।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় টটেনহ্যাম। বুকায়ো সাকার ক্রস থেকে ১২ মিনিটে এমিল স্মিথের গোলে শুরু। ১৫ মিনিট পর সহযোগীর ভূমিকায় এমিল স্মিথ রো। এবার ত্রাতা অধিনায়াক পিয়েরে এমেরিক ওবামেয়াং। টটেনহ্যানের বিপক্ষে অষ্টম গোল এই ফরোয়ার্ডের।

৭ মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করেন বুকায়ো সাকা। জানুয়ারির পর গানার্সদের জার্সিতে প্রথম গোল এই ইংলিশ মিডফিল্ডারের। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল টটেনহ্যামের। এ ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজেছেন হ্যারি কেইন। একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইংলিশ অধিনায়ক।

৬০তম মিনিটে ২০ গজ দূর থেকে কেইনের শট ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। দুই মিনিট পর সুবর্ণ সুযোগ পান কেইন। কিন্তু ভালো পজিশনে থেকে বাইরে মেরে হতাশ করেন ইংলিশ ফরোয়ার্ড।

৭৯তম মিনিটে ব্যবধান কমান সন। সতীর্থের পাসে ডি-বক্সের ভেতর থেকে তার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। যদিও সফরকারীদের এই গোল কেবলই ব্যবধান কমিয়েছে। শেষ দিকে ২০ গজ দূর থেকে লুকাস মউরার শট ফিরিয়ে ব্যবধান কমতে দেননি র‌্যামসডেল।

তবে এদিন ডান পায়ের ইনজুরিতে মাঠ ছেড়েছেন আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত সাকা। দারুণ জয়ের পরও তাই চিন্তার ভাজ দীর্ঘ মেয়াদে আর্সেনালের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা মিকেল আর্তেতার কপালে।

ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই টটেনহ্যাম হটস্পার। তাদের সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি দুই-এ, চেলসি তিনে, ম্যানচেস্টার ইউনাইটেড চারে ও এভারটন রয়েছে পাঁচ নম্বরে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর