সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন পরীমনি

আপডেট: October 24, 2021 |
print news

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই দিনব্যাপী নানা আয়োজন। আজ (২৪ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই নানার সঙ্গে কেক কাটেন এই অভিনেত্রী।

প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান পরীমনি। এবারো তার ব‌্যাত‌্যয় ঘটেনি। আজ বিকালে সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি কেকও কাটেন। তারই একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি।

তাতে দেখা যায়, শিশুরা মাথায় বার্থডে টুপি পরে সেজেছেন। আর কেক কাটার সময়ে কড়তালি দিয়ে সমস্বরে বলছে—‘হ্যাপি বার্থডে পরীমনি’।

এদিকে দিনের শেষাংশে বন্ধু-বান্ধব ও কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় কেক কাটবেন পরীমনি। সেখানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবেন দিনটি। আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। একটানা শুটিং শিডিউল তার। তবে জন্মদিনের জন‌্য একদিনের ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন এই নায়িকা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর