ভারত পাকিস্তানের ক্রিকেটারদের বন্ধুত্ব

আপডেট: October 25, 2021 |
print news

দুই দেশের মাঝে যতই রাজনৈতিক বিরোধ থাক না কেন, ক্রিকেটারদের মাঝে সদ্ভাবের অভাব নেই। নিয়মিতই তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখেন। সোশ্যাল সাইটে কথা বলেন, শুভকামনা জানান।

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর পাকিস্তানের উচ্ছাস হয়েছিল বাঁধভাঙা। তবু ম্যাচ শেষে দেখা যায় দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে, কথা বলতে।

বাবর আজমকে অনেকেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। ২৭ বছর বয়সী বাবরকে বলা হয় ভবিষ্যতের কোহলি।

এছাড়া বাবর নিজেও বারবার বলেছেন, কোহলি তার আদর্শ। কোহলিকে তিনি অনুসরণ করেন।

রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটারদের আইসিসি ইভেন্ট ছাড়া দেখা হয় না। এবার কোহলিকে কাছে পেলেন বাবর।

নিজের আইডলকে যখন কাছে পাওয়া গেছে, কথা বলে মনের ক্ষুধা মেটাতে তো হবেই।

কোহলিও বাবর-রিজওয়ানের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরেন।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটারদের এই সম্মিলনে ম্যাচের পর তৈরি হয় এক আবেগঘন পরিবেশের।

এসময় ক্যামেরা ঘুরে যায় ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে। যিনি মেন্টর হিসেবে এবারের বিশ্বকাপে এসেছেন।

ধোনির পরামর্শ পাকিস্তানের বিপক্ষে কাজে না লাগলেও বাবর আজমরা জানেন ধোনি কতটা তীক্ষ্ণ বোধসম্পন্ন অধিনায়ক ছিলেন।

স্বল্প সময়ের আলাপচারিতায় বাবর-রিজওয়ানর ধোনির থেকে চেয়ে নেন বিভিন্ন পরামর্শ। ধোনিও জুনিয়রদের সঙ্গে মন খুলে কথা বলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর