আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট লড়াই

আপডেট: October 29, 2021 |
print news

আজ বাংলাদেশের বাচাঁ মরার লড়াই। বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে হলে জিততে হবে। তবে প্রতিপক্ষ এবার চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতে দেয়ালেই পিঠ ঠেকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। এখন সচল না হলেই নয়।তাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন দাঁড়িয়ে একবিন্দুতেও। সেমিফাইলে উঠতে দুদলেরই ‘ফাইনাল’ আজ।

শুক্রবার শারজা স্টেডিয়ামে হবে এই অঘোষিত ‘ফাইনাল’। সেমিফাইনালে উঠতে শক্ত একাদশ বেছে নিদে দু’দলই।

বাংলাদেশের সাম্ভব্য একাদশ :

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ/শামীম হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সাম্ভব্য একাদশ :

এভিন লুইস, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স/রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসাইন, জেসন হোল্ডার/থমাস, রবি রামপাল, ওবেড ম্যাককয়।

সূত্র : ক্রিকবাজ

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর