কুইন্টন ডি কক ক্ষমা চেয়েছেন

আপডেট: October 29, 2021 |

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে অস্বীকৃতি জানিয়ে দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডি কক। তার সেই সিদ্ধান্তের জন্য তিনি ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতি দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান। বোর্ড ও খেলোয়াড়দের সঙ্গে গত রাতে ‘আবেগঘন’ আলাপের দলের অভিপ্রায় ভালোভাবে বুঝতে পেরেছেন বলে ডি কক জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে অবগত এবং আমি বুঝি একজন খেলোয়াড় হিসেবে উদাহরণ তৈরি করা আমার দায়িত্ব। যদি হাঁটু গেড়ে বসে অন্যদের সচেতন করা যায় এবং আরো অনেকের জীবন শ্রেয়তর করে তোলা যায়, আমি এটা খুশি মনে করবো।’

দল এবং দক্ষিণ আফ্রিকা যদি আমাকে চায়, আমি আবার দেশের হয়ে খেলতে চাই। আর বেশি কিছু চাই না।

এই বিবৃতির পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দলে ঢুকতে আর সমস্যা হবে না ডি ককের। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষেই ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর