আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট লড়াই

আপডেট: October 29, 2021 |

আজ বাংলাদেশের বাচাঁ মরার লড়াই। বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে হলে জিততে হবে। তবে প্রতিপক্ষ এবার চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতে দেয়ালেই পিঠ ঠেকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। এখন সচল না হলেই নয়।তাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন দাঁড়িয়ে একবিন্দুতেও। সেমিফাইলে উঠতে দুদলেরই ‘ফাইনাল’ আজ।

শুক্রবার শারজা স্টেডিয়ামে হবে এই অঘোষিত ‘ফাইনাল’। সেমিফাইনালে উঠতে শক্ত একাদশ বেছে নিদে দু’দলই।

বাংলাদেশের সাম্ভব্য একাদশ :

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ/শামীম হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সাম্ভব্য একাদশ :

এভিন লুইস, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স/রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসাইন, জেসন হোল্ডার/থমাস, রবি রামপাল, ওবেড ম্যাককয়।

সূত্র : ক্রিকবাজ

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর