ঘর সাজানোর খুঁটিনাটি

আপডেট: October 31, 2021 |
print news

ঘরকে সুন্দর পরিপাটি রাখতে আমরা সবাই ভালবাসি । কিন্তু বহু মানুষ অনেক দামী দামী আসবাবপত্র কিনে ঘর ভরে ফেললেও করলেও সঠিক পরিকল্পনা ছাড়া এসব আসবাবপত্র সাজাতে গিয়ে ঘরের সৌন্দর্য আরো নষ্ট করে ফেলেন । এক্ষেত্রে প্রকৃত অর্থেই ঘরকে সুন্দর করে সাজিয়ে স্বর্গীয় সুখ পেতে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী ।

ঘরের অপ্রয়োজনীয় জিনিস অনেক যায়গা দখল করে রাখে। খুব বেশি দরকার না হলো এগুলো কাউকে দিয়ে দিতে পারেন অথবা পরবর্তীতে দরকার পড়লে বাক্সে রেখে দিতে পারেন। আর যদি বাচ্চাদের খেলনা হয় সেগুলো সো পিচ হিসেবে সাজিয়ে রাখতে পারেন। এতে করে ঘরের সৌন্দর্যৃ আরো বৃদ্ধি পাবে।

ঘরকে আরো আকর্ষ্নীয় করতে দেয়ালের রং গুরুত্বপূর্ন্ ভূমিকা পালন করে থাকে। ঘরের মধ্যের জিনিসপত্র অনুযায়ী রং নির্বাচন করতে হবে। গাঢ় রং করলে ঘরের আকার অনেক ছোট দেখায় আর হালকা রং করলে ঘরকে অনেক বড় দেখায়। অতএব ঘরের জিনিসপত্রের সাথে যে রং বেশি ফুটিয়ে তুলতে পারবে সেই রং ব্যবহার করুন।

এক রুমের জিনিস আরেকে ‍রুমের জিনিসের সাথে অদল বদল করে নিতে পারেন। যেমন ড্রইং রুমের পেইন্টিং, ঘড়ি, ফুলদানী ইত্যাদি বেড রুমে সাথে অদল বদল করতে পারেন। ঘরের আসবাবপত্র গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেখতে পারেন কেমন লাগে ঘরটি। শুধু দেখতে হবে ঘরের আসবাবপত্রের কোন কম্বিনেশনে ঘরটি আরও পরিপাটি হয়ে উঠে। সামান্য জিনিসের অদল বদলই ঘরের সেীন্দর্য বহু গুনে বৃদ্ধি করে দিতে পারে।

ফুল এমন একটি জিনিস যা যেকারো মন মূহুর্তে ভালো করে দিতে পারে। ঘরে ফুল রাখলে ঘরের সেীন্দযৃ বহু গুনে বৃদ্ধি পায় এবং মন ভালো হয়ে যায় । কম খরচে ঘর সাজাতে ফুলের কোন বিকল্প নেই। এক্ষেত্রে কৃত্রিম ফুল আজকাল অনেকে ব্যবহার করে থাকে চাইলে আপনে বাজার থেকে কিনে নিতে পারেন অথবা ঘরে বসেই তৈরী করে নিতে পারেন। নিজে বানালে সৃজনশীলতার প্রকাশ ঘটবে।

 

বইপ্রেমীদের ঘর থাকে বইয়ে ঠাসা। এক্ষেত্রে একটি আলমারি অথবা বুকশেলফ এ বই রাখতে পারেন কিন্তু পরিষ্কার করা হলেও তেমন বেশি যত্ন নেওয়া হয়না। ঘরের সেীন্দর্য বাড়াতে উজ্জল কভারে মুড়ানো বই গুলো সামনের দিকে রাখতে পারেন অথবা একই রংয়ের বই একসাথে রাখতে পারেন। আর পুরানো বই গুলো বক্স এ পুড়ে রাখতে পারেন।

সোফা একটি ঘরের গুরুত্বপূর্নৃ অংশ তবে দামী সোফা মানেই যে ঘরের সেীন্দযৃ বৃদ্ধি পাবে এমনটি নয়। বর্তৃমানে বাশ এবং বেতের তৈরী সোফা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। অতি অল্প খরচে বেত ও বাশের তৈরী সোফা দিয়ে ঘর সাজানো যেতে পারে।

 

ঘরের পর্দা একেবারে সরানো যাবে না । তবে একরুমের পর্দা অন্যরুমে ব্যবহার করতে পারেন অথবা দেয়ালের রং অনুযায়ী পর্দার পরিবর্তন আনতে পারেন এতে ঘরের সেীন্দযৃ বৃদ্ধি পাবে বহুগুন।

ঘরের মধ্যে শৈল্পিক ছোয়া বাড়াতে চাইলে দেয়ালে পেইন্টিং ঝুলিয়ে দিতে পারেন অথবা নিজের মতো করে পেইন্টিং করে নিতে পারেন।

আজকাল মাটির তৈরী জিনিস বা মাটির টেরাকোটা দিয়েও ঘর সাজানো যেতে পারে। এসকল জিনিস খুব সহজেই কম খরচে কিনতে পাওয়া যায়।

ঘরের সেীন্দযৃ বৃদ্ধি করতে যেমন নানান আসবাবপত্রের প্রয়োজন তেমনি ঘরকে আরও প্রানবন্ত করতে এয়ারফ্রেশনার বা বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা যেতে পারে । এতে মন সতেজ আর ঘর সুগন্ধময় হবে।

তথ্যসূত্র # বাংলা উইশেজ

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর