প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ম্যাক্রোঁ’র বৈঠকে সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ
আপডেট: November 10, 2021
|

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরো জোড়দার করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার প্যারিসের এলিসি প্যালেসে দ্বিপাক্ষিক বৈঠকে এই দুই নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাসহ বাণিজ্যিক ও দুই দেশের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় দুই সরকার প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাঁকে লালগালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্ন ভোজেও অংশ নেন শেখ হাসিনা।