করোনা আক্রান্ত গভর্নর ফজলে কবির

আপডেট: February 3, 2022 |
print news

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার থেকে তিনি হোম অফিস করছেন। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গভর্নরসহ তার বাসায় একাধিক ব্যাক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি গত রোববার থেকে হোম অফিস করছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায়ই অবস্থান করবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি গত সপ্তাহ থেকে হোম অফিস করছেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তারা আগামী রোববার থেকে অফিস করবেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নর ও ডেপুটি গভর্নর নয়, বর্তমানে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হোম অফিস করছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলামের কাছে এসব বিষয়ে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈশাখী নিউজ/  ইডি

Share Now

এই বিভাগের আরও খবর