পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত সব যাত্রী

আপডেট: February 5, 2022 |
print news

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত হয়েছেন ৭ জন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ বুঝতে পেরে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। ভূমিতে অবতরণের পর আগুন ধরে যায় এতে।

নিহতদের মধ্যে দুজন ক্রু ও পাঁচজন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির নাগরিক। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর