ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
রবিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ড. বেনজীর আহমেদ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় আইজিপির সঙ্গে ছিলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এসবি প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।