রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক নিহত

আপডেট: March 27, 2022 |
print news

রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম বুলবুল হোসেন। মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে তার একটি চেম্বার রয়েছে।

পুলিশ জানায়, ভোরে শেওড়াপাড়া বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন ডেন্টাল চিকিৎসক বুলবুল হোসেন। ধারণা করা হচ্ছে- বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন তিনি।

প্রাথমিকভাবে তার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। পরে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয় বলে জানায় পুলিশ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর