লভিভে রকেট হামলা চালিয়ে বাইডেনকে ‘শুভেচ্ছা’

চার দিনের সফরে বর্তমানে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ আগ্রাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ডে যান তিনি।
ইতোমধ্যে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বৈঠকও করেছেন বাইডেন। বৈঠকের দিন ইউক্রেনের শহর লভিভে রকেট হামলা চালিয়ে বাইডেনকে ‘শুভেচ্ছা’ জানিয়েছেন রাশিয়া।
তবে লভিভের মেয়র বলছেন, রাশিয়ার এমন ‘শুভেচ্ছা’ এক ধরনের হুঁশিয়ারি।
শনিবার (২৬ মার্চ) লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি বলেন, লভিভ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরেই পোল্যান্ড। বাইডেন এখন সেখানেই আছেন। লভিভে যে রকেট হামলা চালানো হয়েছে, এর মাধ্যমে আসলে বাইডেনকে শুভেচ্ছা পাঠানো হচ্ছে। পুরো বিশ্বের বোঝা উচিত যে এই হুমকি কতটা গুরুতর হয়ে উঠেছে।
এদিকে ইউক্রেনের দুই মন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। যদিও বাইডেনের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে মস্কো।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে।
ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।
কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।
ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
এদিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১ হাজার ৩০০ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
খবর বিবিসি