কিয়েভ থেকে সেনা সরালেও ধ্বংসাত্মক মাইন রেখে গেল রাশিয়া

আপডেট: April 3, 2022 |
print news

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনাবাহিনী সরিয়ে নিলেও অসংখ্য ধ্বংসাত্মক মাইন রেখে গেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাবাহিনী কিয়েভ থেকে সরে যাওয়ার সময় শহরটিকে অনিরাপদ করে রেখে গেছে। বেসামরিক জনগণের সর্বনাশ করার জন্য তারা বিভিন্ন বাড়ি-ঘরের সামনে (ধ্বংসাত্মক) মাইন পেঁতে রেখেছে। বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম ও মৃত লাশের সারি রেখে গেছে তারা।

ইউক্রেন ও তার পশ্চিমা বন্ধুরাষ্ট্রগুলো জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রাশিয়া তাদের সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে। রুশ সেনারা এখন পশ্চিম ইউক্রেনে তাদের সেনাবাহিনীর শক্তি বাড়াচ্ছে।

এখন রুশ সেনাদের সরিয়ে নেয়া হলেও ইউক্রেনে যুদ্ধ শেষ হবে মনে করেন না বিশেষজ্ঞরা। এছাড়া ইউক্রেন থেকে পালানো ৪০ লাখ শরণার্থীরাও দ্রুত দেশটিতে ফিরে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর