সামান্থা পুষ্পা টু-তেও নাচবেন

আপডেট: April 8, 2022 |
print news

মুক্তিরপর বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে আল্লু অর্জুন অভিনীত দক্ষিণী সিনেমা ‘‌পুষ্পা:‌ দ্য রাইস’‌। সিনেমার গল্প, অ্যাকশন, ডায়ালগের পাশাপাশি সিনেমার গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে ভারতবর্ষের নানা প্রান্তে।

সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাটির সিক্যুয়েলের জন্য। জানা গেছে, শিগগিরই ছবিটির দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন নির্মাতারা।

‘পুষ্পা’সিনেমার আইটেম গানে পারফর্ম করে বেশ প্রশংসা ও জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সামান্থা রথ প্রভু। এরই ধারাবাহিকতায় তাকে সিনেমার দ্বিতীয় পর্বেও দেখা যাবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা থেকে জানা যায়, নির্মাতারা ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বের অ্যাকশন দৃশ্যগুলো আরও বড় করার পরিকল্পনা করছেন।

এমনকি ‘ওও আন্তাভা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ‘পুষ্পা টু’ নির্মাতারা সামান্থার সঙ্গে আরেকটি আইটেম গানের জন্য আগ্রহী। ট্র্যাক চূড়ান্ত হবার পর তারা সামান্থার সাথে যোগাযোগ করবেন। দর্শকদের ‘ওও আন্তাভা’র মতো আরও একটি জনপ্রিয় গান উপহার দিতে পারবেন বলে আশাবাদী নির্মাতারা।

চলতি বছরের জুলাইতে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু হবে। আগামী ২০২৩ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর