নজরুল জয়ন্তীতে ফেরদৌস আরার কণ্ঠে গান

আপডেট: May 25, 2022 |
print news

নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘চন্দ্রমল্লিকা’। অনুষ্ঠানটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি জনপ্রিয় গান পরিবেশন করেন নন্দিত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।

বুধবার (২৫ মে) রাত ১০ টায় অনুষ্ঠানটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ।

গানগুলোতে প্রকাশ পেয়েছে কবির প্রতি শ্রদ্ধা ও প্রেম। নিবেদন করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

গানগুলো হলো-‘বেলি ফুল এনে দাও’, ‘চম্পা পারুল যূথী টগর চামেলা’, ‘দোপাটি লো’, ‘লোকরবী’ এবং ‘কে নিবিমালিকা এ মধু যামিনী’।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর