প্রতিদিন ২০০ পর্যন্ত সৈন্য হারাচ্ছে ইউক্রেন: জেলেনস্কির উপদেষ্টা

আপডেট: June 10, 2022 |
print news

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী বলেছেন, যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রতিদিন ১০০ থেকে ২০০ সৈন্য হারাচ্ছে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এ তথ্য জানান।

জেলেনস্কির এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড করতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি ব্যবস্থা প্রয়োজন। এই মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি।

মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া। এ কারণে তারা ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে।

অঞ্চলটিতে রুশ সেনারা সব ধরনের অপরমাণু অস্ত্র- ভারি আর্টিলারি, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে। পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এত বেশি সেনা নিহত হওয়ার কারণ, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্য।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর