পদ্মায় বিলীন স্কুলের চারতলা ভবন

আপডেট: June 22, 2022 |

পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর চরাঞ্চলে কোটি টাকা ব্যয়ে এমপিওভুক্ত ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আজিমনগর হাতিঘাটা এলাকায় অবস্থিত বিদ্যালয় ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়। এসময় স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রয় প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও বিলীন হয়ে যায়।

এ ঘটনায় উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে হাতিঘাটা এলাকায় অবস্থিত চারতলা স্কুল ভবনটি পদ্মা নদীর তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই পদ্মার ভাঙনে পড়ে অনেকেই ঘর-বাড়ি হারা হয়েছে বলেও জানান তিনি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (এইএনও) সাইফুল ইসলাম বলেন, স্কুল ভবনটি পদ্মার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ভাঙন এলাকায় দুইদিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধও ছিলো।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর