দৌলতদিয়ায় কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভীড়

আপডেট: July 12, 2022 |
print news

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কর্মমুখী মানুষের উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পর ছুটি শেষ হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় কর্মে যোগদান করতে ঘর ছেড়েছেন এসব মানুষ।

প্রতিটি ফেরি ও লঞ্চ শত শত মানুষের ভিড় নিয়ে পার হচ্ছে। ঝুঁকি নিয়ে যে যার মত পারছে সেভাবেই ফেরিগুলতে উঠতে ভিড় জমাচ্ছে।

তবে পদ্মা সেতু দিয়ে অধিকাংশ মানুষ যাতায়াত করবার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের চাপ কমেছে। কমেছে যানবাহনের দীর্ঘ যানজটও। ভোগান্তি কমেছে এ পথে যাতায়াতকারী মানুষের।

বিগত কয়েকবছর এ নৌরুটে নদী পার হওয়া মানুষের যে ভোগান্তি হত এখন সেই চিরচেনা যানজট ও দুর্ভোগ নেই বললেই চলে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কয়েকগুণ ভাড়া নেওয়ার অভিযোগ এখনও রয়েছে বলে জানান যাত্রীরা।

এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষ হওয়ায় কাজে যোগদান করতে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। আগামী আরো ৪ থেকে ৫ দিন মানুষের চাপ থাকবে। তবে ফেরির সংখ্যা বেশি রয়েছে, এতে কোন ধরনের সমস্যা হবেনা যাত্রী ও যানবাহন চালকদের। আজ এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর