হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

আপডেট: August 9, 2022 |
print news

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন চলন্ত বলেন, আশুরা উপলক্ষে আজ (মঙ্গলবার) সকাল থেকে এই বন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে না। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল (বুধবার) সকাল থেকে হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর