রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক নোবেলের

আপডেট: August 11, 2022 |
print news

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়েছেন গায়ক ও ইউটিউবার মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড পেইজে বুধবার (১০ আগস্ট) রাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফের বিতর্কিত পোস্ট করেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন।

রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল। ’

এ দিকে নোবেলের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে ১০ হাজারের বেশি রিয়েকশন ও প্রায় দুই হাজার ৭০০ কমেন্ট পড়েছে।

রবীন্দ্রনাথকে নিয়ে নোবেলের বিতর্কিত পোস্ট নতুন নয়। এর আগেও বিশ্বকবিকে নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন সারেগামাপা দিয়ে খ্যাতি পাওয়া এ সঙ্গীতশিল্পী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর