ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৩ বেসামরিক নিহত

আপডেট: August 11, 2022 |
print news

ইউক্রেনের ডিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেনকো ।

বুধবার এই প্রতিবেদনে এই তথ্র জানিয়েছে আল জাজিরা।

ডিপ্রোপেট্রোভস্ক অঞ্চলো গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেনকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, এটা ছিল একটি ভয়াবহ রাত, নিকোপোল এলাকায় রুশ হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও ১৩ জন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।। অন্য একটি পোস্টে তিনি আরও ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রেজনিচেঙ্কো বলেন, মারহানেট শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে দুটি স্কুল, একটি ছাত্রাবাস এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র সহ ২০টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, কাছের অন্য একটি গ্রামে রুশ হামলায় এক নারী নিহত হয়েছেন।

তিনি জানান, ওই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। এয়ার সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজনকে নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর