গাজীপুরে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

আপডেট: August 20, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে রোহিঙ্গা নারী ও তার স্বামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: মুন্নি (২৭) ও তার স্বামী স্থানীয় বসুগাঁও এলাকার আবুল কাশেম এর ছেলে মোহাম্মদ রেজাউল সরকার (৩১)।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, মাদক বিক্রির খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বসগাঁও এলাকায় রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। পরে ২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী মোসাম্মৎ মুন্নি ও তার স্বামী রেজাউল করিমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রবাল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, আসামী মুন্নি (২৭) প্রায় ৭ বছর আগে বসুগাঁও এর বাসিন্দা মো: আবুল কাশেম সরকারের ছেলে মো: রেজাউল সরকারকে বিয়ে করে। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পূবাইল থানা এলাকাসহ আশাপাশ এলাকায় বিক্রি করে আসছে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, এবারের উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য ২ দিন আগে মুন্নি টেকনাফে বসবাসকারী তার ছোট বোন মোসা: ছমিরার (২৫) কাছ থেকে সংগ্রহ করেছে।

মো: রেজাউল সরকার ও পলাতক মোসা: ছমিরা (২৫) প্রায় দুই বছর আগে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়। এ ব্যাপারে তখন পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের তাদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলা গ্রেপ্তারের পর পাঁচ মাস আগে রেজাউল ও ছামিরা জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবার মাদক ব্যবসা শুরু করে।

Share Now

এই বিভাগের আরও খবর