ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তি করায় প্রখ্যাত তুর্কি গায়িকা আটক

আপডেট: August 28, 2022 |
print news

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তিমূলক ঘৃণা ছড়ানোর অভিযোগে প্রখ্যাত তুর্কি গায়িকা গুলসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

‘তুর্কির ম্যাডোনা’ খ্যাত এই তারকার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠার পর দ্রুত এই পদক্ষেপ নেয় তুরস্ক সরকার।

৪৬ বছর বয়সী এই গায়িকা সমকামিতাকে সমর্থন করেন। এর আগে তিনি খোলামেলা পোশাক পরায় সমালোচিত হয়েছেন। আর এবার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কটূক্তি করায় ইস্তাম্বুলের বাড়ি থেকে আটক করা হয় গায়িকা গুলসেন বায়রাক্তার কোলাকোগলুকে।

গত এপ্রিলে একটি কনসার্টে ইমাম হাতিপ সম্পর্কে কটূ মন্তব্য করেছিলেন এই তুর্কিস গায়িকা। তার তদন্তের জন্য কারাদণ্ড দিয়ে রিমান্ডে পাঠানো হয়েছিল তাকে। তারকার এক আইনজীবী আপিল ও অবিলম্বে মুক্তি চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে সম্প্রতি গুলসেনের কটূক্তিমূলক মন্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টির শীর্ষ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আর গুলসেন জনপ্রিয় একজন গায়িকা হওয়ায় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান অবমাননা বিষয়ক মামলাটি শিরোনামে উঠে আসে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর