সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট: August 30, 2022 |
print news

নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার উপজেলার গোডাউন পাড়া এলাকায় উ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সাদিয়া। সে উপজেলার সরাইগাছী গ্রামের আরিফ শেখের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাদিয়া ও তার স্বামী আরিফ শেখ মোটরসাইকেলযোগে পত্নীতলা উপজেলার দিবর এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। পরে ফিরে আসার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোডাউন পাড়া মোড়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় স্বামী-স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বামী আরিফ শেখকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর