রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট: September 3, 2022 |
print news

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার দিনগত রাত ১০টার দিকে শনির আখড়া ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বাপ্পি সাফুর বলেন, আমার ভাই ছোট খাটো একটি ব্যবসা করে বিভিন্ন অফিসে মালামাল পৌঁছে দিত। গতরাতে পিকআপ ভ্যানের পিছনে বসে বাসায় ফিরছিল। তখন অন্য একটি পিকআপ ভ্যান ওই পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় এতে সে গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুরে। বর্তমানে আমার ভাই তার পরিবার নিয়ে মতিঝিলের এজিবি কলোনিতে থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর