শ্রীপুরে ডার্ড গ্রুপের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

আপডেট: September 16, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডার্ড গ্রুপের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঁচটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোর রাত তিনটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের ডার্ড গ্রুপের গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডার্ড গ্রুপের গুদামে আগুন লাগে। ভোর চারটায় খবর পেয়ে গাজীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ১২হাজার স্কয়ার ফিটের গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গুদামের মালিক রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ জানান, ডার্ড গ্রুপ তাঁর মালিকানাধীন গুদামটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। শুক্রবার রাতের আগুন গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর