সৈয়দপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: September 22, 2022 |
print news

নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

এলাকাবাসী জানান, নিহত ওই দুই শিশু বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে মরদেহ দুটি উদ্ধার করে। শিশু দুটির নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর