গুলশানে বেশি দামে পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: September 26, 2022 |
print news

ইয়াসিন অভি: সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী ইচ্ছামতো দামে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

এসময় আমদানিকারক ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী ইচ্ছামতো মূল্য নির্ধারণ করে বিক্রি করার অপরাধে গুলশান-২ এ অবস্থিত অ্যাসটোরিয়ন ও বোডি লাইনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর