রোহিঙ্গা শরণার্থীদের নিতে চায় কানাডা

আপডেট: October 27, 2022 |
Boishakhinews24 118
print news

যুক্তরাষ্ট্রের পর এবার রোহিঙ্গাদের নিজ দেশে নিতে চায় কানাডা। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির ঢাকা হাইকমিশন থেকে এই বার্তা পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেশটির অভিবাসন বিভাগের দুই কর্মকর্তা। মূলত বাংলাদেশের কাছ থেকে অভিবাসন আইন ও পদ্ধতি বোঝার চেষ্টা করেছেন তারা। এ নিয়ে আলোচনাও হয়েছে।

সামনে এ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবার আগে প্রাথমিক আলোচনার জন্যে এই বৈঠক হয়। জানানো হয়, ছোট ছোট দলে নিয়ে প্রক্রিয়া শুরু করতে চায় কানাডা।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের ঘোষণা দিয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর