সাদিক আব্দুল্লাহর জন্মদিনে শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ

আপডেট: November 20, 2022 |
print news

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষাসামগ্রী বিতরণ করে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন পালিত হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষাসামগ্রী বিতরণ করে এ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম সৌরভ।

সৌরব বলেন, “সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকেন, এরই ধারাবাহিকতায় তার জন্মদিন উপলক্ষে এমন একটি অনন্য আয়োজন আমি করেছি।”

এ সময় শিশুরাও শুভ জন্মদিন সাদিক ভাই স্লোগান তুলেন। রাকিবুল আলম সৌরভের এমন ভিন্নরকম একটি আয়োজন প্রশংসা কুড়িয়েছে।তিনি দেশবাসীর আছে মেয়র সাদিক আব্দুল্লাহর জন্য এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর